দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে সোমবার ১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এছাড়া তিনজনের শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেয়েছে।
জানা গেছে, আক্রান্তরা ইউনানে প্রবেশের আগে মিয়ানমারে ছিলেন।
সীমান্ত পাড়ি দেওয়ার পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
প্রাদেশিক স্বাস্থ্য কমিশন উল্লেখ করেছে, সোমবার ইউনান প্রদেশে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হননি অথবা ভাইরাসের বাহক হিসেবেও কাউকে পাওয়া যায়নি।
ইউনানে এখনও ৩২৫ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ৬৯ জন স্থানীয়ভাবে সংক্রামিত হয়েছেন। বাকি ২৫৬ জন্য মিয়ানমার থেকে সংক্রমণের শিকার।
এছাড়াও ২৯টি লক্ষণহীন করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৭টি সীমান্ত পাড়ি দিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
নিউজ ডেস্ক