করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই বেশ কৃতিত্ব দেখিয়েছে ইসরায়েল। করোনা প্রতিরোধে আবারও দুই ডোজ টিকা দেওয়ার পরও নতুন করে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি।
শুক্রবার থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে জনগণকে তৃতীয় ডোজ দেওয়া শুরু করছে ইসরায়েল। দেওয়া হবে ফাইজার-বায়োঅ্যানটেকের ভ্যাকসিন।
সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচি শুরুর অনুমোদন দেয়। তবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক বিশেষজ্ঞ। তৃতীয় ডোজের ঝুঁকি বা কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান তাদের।
এ পর্যন্ত ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ৬১ দশমিক ৪ শতাংশ মানুষ পেয়েছে করোনা টিকার ২ ডোজ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআইএস