ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ২৫ সেনাসহ নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, আগস্ট ১১, ২০২১
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ২৫ সেনাসহ নিহত ৪২ ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে মঙ্গলবার (১০ আগস্ট) ২৫ সেনা সদস্যসহ ৪২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৯ আগস্ট) রাত থেকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ এই দাবানলের সূত্রপাত হয়।



দাবানলে এরই মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন সামরিক সদস্য এবং ১৭ জন বেসামরিক নাগরিক রয়েছেন। একইসঙ্গে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় এলাকাগুলোতে ছেয়ে গেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেছিলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি আবেদন জানিয়েছি। এছাড়া দ্রুত ছড়িয়ে যাওয়া আগুন নেভাতে বিমান ভাড়া করতেও অংশীদারদের সঙ্গে কথা বলেছি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।