জয়বায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বিশ্বের তাপমাত্রা। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল আইপিসিসি’র সম্প্রতি রিপোর্ট চিন্তা বাড়াচ্ছে বিভিন্ন দেশের অনেক অংশ তলিয়ে যাওয়ার খরবে।
প্রতিবেদনে বলা হয়, উষ্ণায়নের ফলে যেভাবে বিশ্বব্যাপী জলস্তর বাড়ছে তা নিয়ে চিন্তিত স্পেস এজেন্সিগুলো। তাদেরও নজরে পড়েছে ভারতের ১২টি উপকূলবর্তী শহর বিপদের মুখে দাঁড়িয়ে।
যে হারে সমুদ্রের পানির স্তর বাড়ছে তাতে কয়েক বছরের মধ্যেই পানিতে তলিয়ে যেতে পারে ভারতের ১২টি উপকূলবর্তী শহর। এর মধ্যে উল্লেখযোগ্য মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম। প্রায় তিন ফুট পানির নিচে চলে যেতে পারে এই শহরগুলো। খবর জি নিউজের।
আইপিসিসি’র রিপোর্ট বলছে, গোটা বিশ্বের তুলনায় এশিয়ার পানির স্তর বৃদ্ধির হার অনেক বেশি। আগে যেখানে ১০০ বছরে একবার সমুদ্রের জলস্তর পরিবর্তিত হতো, কয়েক বছরে মাঝে মধ্যেই সেই পরিবর্তন হবে। সেজন্যই বাড়বে সমুদ্রের পানির স্তর। যদি এই হারেই জলস্তর বৃদ্ধি পেতে থাকে তবে, শতাব্দীর শেষে ভারতের ১২টি উপকূলবর্তী শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই শহরগুলো হলো-
কান্দলা ১.৮৭ ফুট, ওখা ১.৯৬ ফুট, ভৌনগর ২.৭০ ফুট, মুম্বাই ১.৯০ ফুট, মরমুগাও ২.০৬ ফুট, ম্যাঙ্গালোর ১.৮৭ ফুট, কোচিন ২.৩২ ফুট, পরাদ্বীপ ১.৯৩ ফুট, খিদিরপুর ০.৪৯ ফুট, বিশাখাপত্তনম ১.৭৭ ফুট, চেন্নাই ১.৮৭ ফুট ও তুতিকোরিন ১.৯ ফুট।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসআইএস