ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান সীমান্তের কাছে রাশিয়ার শত শত ট্যাংকের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, আগস্ট ১১, ২০২১
আফগান সীমান্তের কাছে রাশিয়ার শত শত ট্যাংকের মহড়া

আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে নিতে তালেবানরা লড়াই চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনী।

 

তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শের আলী মির্জায়োভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসে আরও একবার আফগান সীমান্তের কাছে মহড়া চালায়।  

শের আলী বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আফগান পরিস্থিতি বিবেচনায় রেখেই মহড়া চালানো হয়েছে।  

আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে আমাদের সতর্ক থাকা দরকার, সামরিক প্রস্তুতি দরকার, সে কারণেই এ মহড়া বলে জানিয়েছেন উজবেকিস্তানের সেনাপ্রধান জেনারেল শুকরাত খালমোহাম্মাদোভ।  

জানা গেছে, মহড়ায় ২৫০০ সৈন্য, শত শত ট্যাংক ও সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধবিমান অংশ নেয়।  

রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনা ঘাঁটি অবস্থিত।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।