ভারতের ১২টি শহর পানির নিচে তলিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সংস্থাটি বলেছে, এই শতকের শেষে মুম্বই, চেন্নাই, কোচিসহ ভারতের ১২টি শহর প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে যাবে।
এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। আর নাসা তার বিশ্লেষণ করেছে।
বিশ্বে পরিবেশ দূষণ, উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে। এশিয়া মহাদেশে এটা সবচেয়ে বেশি। আইপিসিসি বলছে, এই শতাব্দী জুড়ে উপকূলে পানির স্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর ডুবে যাবে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাব ঠেকাতে হলে কার্বন নিঃসরণ কমাতে হবে বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।
পরিবেশবিজ্ঞানীদের মতে, গাড়ি, এসিসহ বিভিন্ন যন্ত্রের ব্যবহার বা অভ্যাস বদল না করলে শুধু জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কিছু সিদ্ধান্ত নিয়ে জলবায়ু পরিবর্তন ঠেকানো যাবে না।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হলেও বাস্তবে বাড়ছে। আইপিসিসি যে রিপোর্ট দিয়েছে, তা সত্যি হলে অবাক হওয়ার কিছু নেই।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
নিউজ ডেস্ক