মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সবার আগে টিকা কার্যক্রম শুরু করেছিল ইসরায়েল। সাফল্যও ছিল দেশটির ইতিমধ্যে ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে।
তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে ভাবনায় পড়েছে ইসরায়েল। আর তাই এবার শিশুদের জন্যও তৈরি করা হয়েছে নতুন নিয়ম। তিন বছরের বেশি বয়সের শিশুদেরও করোনা পরীক্ষা করাতে হবে।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। এক্ষেত্রে ঘরের বাইরে বের হতে হলে শিশুদেরও দেখাতে হবে করোনার ‘নেগেটিভ’ সনদ।
ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, তিন বছরের কোনো শিশুর যদি স্কুল, সুইমিং পুল, হোটেল বা জিমে যেতে হয়, তাহলে তার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। ১৮ আগস্টে থেকে এই ‘গ্রিন পাস’ সনদ নিয়ে বের হওয়ার ব্যবস্থা চালু হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআইএস