নারী অধিকার নিয়ে তালেবানরা ব্যাপকভাবে সমালোচিত হলেও এবার তাদের মুখে নতুন সুর শোনা যাচ্ছে। তারা বলছেন, নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
রোববার কাবুল দখল করার পর তালেবানের একজন মুখপাত্র বলেছেন, তারা নারীদের অধিকারের প্রতি সম্মান দেখাবেন। নারীদেরকে একা বাড়ির বাইরে যেতে দেওয়া হবে এবং তাদের শিক্ষা ও কাজের সুযোগও বহাল থাকবে।
নারীদের প্রতি তালেবানদের আচরণের কারণে গোটা বিশ্বের যে উদ্বেগ আছে, তা প্রশমনের জন্যই এমন বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
নিউজ ডেস্ক