ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, আগস্ট ১৭, ২০২১
আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

তালেবান ইস্যু নিয়ে সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন জো বাইডেন।

বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

ভাষণে জো বাইডেন বলেন, দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে। আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে, জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে এমন অভিযোগ নিজ দেশেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।