ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো বাহিনী ও সরকারের সাহায্যকারীদের শাস্তির হুমকি তালেবানের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, আগস্ট ২০, ২০২১
ন্যাটো বাহিনী ও সরকারের সাহায্যকারীদের শাস্তির হুমকি তালেবানের 

ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে কাজ করা লোকদের জন্য খুঁজছে তালেবান। এ জন্য তারা দেশটির ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের প্রতিবেদন থেকে জানা গেছে, তালেবান যোদ্ধারা ঘরে ঘরে শত্রুর খোঁজে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।  

ওই প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমা বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের আটক করে হত্যা করবে তালেবানরা। এমনকি তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এতে আরও বলা হয়, তালেবানের ব্ল্যাকলিস্টে থাকা প্রত্যেকে ভীষণ বিপদে আছে।

মুখে সাধারণ ক্ষমার কথা বললেও পশ্চিমা দেশের সঙ্গে কাজ করা আফগানদের আত্মসমর্পণ করতে চিঠিও পাঠাচ্ছে তালেবান। আত্মসমর্পণ না করলে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।  

সূত্র বিবিসি 


বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।