ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ১ সেপ্টেম্বর থেকে খুলবে স্কুল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ২৭, ২০২১
দিল্লিতে ১ সেপ্টেম্বর থেকে খুলবে স্কুল  সংগৃহীত ছবি

আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লীতে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।

শুক্রবার (২৭ আগস্ট) দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এনডিটিভি জানায়, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। এরপর ধীরে ধীরে হাইস্কুল (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) ও প্রাইমারি স্কুল (প্রথম-পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।

উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে অভিভাবকের অনুমতি লাগবে।

এর আগে, রাজ্য সরকারের এ সিদ্ধান্ত অনুমোদন দেয় দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সরকারকে আগামী মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেন ওই বিভাগের একটি বিশেষজ্ঞ দল।

বাংলাদেশ সময় ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।