ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারোলে মুক্তি পাচ্ছেন রবার্ট এফ কেনেডির খুনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
প্যারোলে মুক্তি পাচ্ছেন রবার্ট এফ কেনেডির খুনি

মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির খুনি শিরহান শিরহান প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন।

শনিবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে ২৭ আগস্ট এক শুনানিতে সানডিয়াগোর আদালত প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

তবে আইনি জটিলতা কাটিয়ে মুক্ত হতে শিরহানের আরও কিছুটা সময় লাগবে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, রাজ্যের প্যারোল বোর্ডে পর্যালোচনার পর গভর্নরের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে মুক্তি পেতে পারেন তিনি।

সম্প্রতি ৫৩ বছরের কারাবাস সম্পন্ন করেছেন শিরহান। তার প্যারোল শুনানিতে উপস্থিত ছিলেন নিহতের পুত্র ডগলাস কেনেডি। তিনি ৭৭ বছর বয়সী শিরহানের প্যারোলে মুক্তির পক্ষে সায় দেন।

তিনি বলেন, অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ না হলে শিরহানের প্যারোলে মুক্তির ব্যাপারে তার কোনও আপত্তি নেই।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট। ১৯৬৮ সালের ৬ জুন আততায়ীর হাতে খুন হন তিনি। পরে তাকে হত্যার অভিযোগে জর্ডানি বংশোদ্ভূত শিরহানকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।