ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়ালো ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়ালো ৩০ হাজার

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৮৮ জনে দাঁড়ালো।

একই সময়ে ৩০ হাজার ২৭৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ লাখ ৬৯ হাজার জন রোগী। দেশটিতে এ পর্যন্ত ৫০ লাখ ৫৫ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানে এ পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৪৯ হাজার জন করোনা টিকার প্রথম ডোজ এবং ৯২ লাখ ৯৩ হাজার ১৪৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ে। বিশ্বে এ পর্যন্ত প্রায় ২১ কোটি ৯০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ৪০ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।