ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পানশির উপত্যকা দখলের দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
পানশির উপত্যকা  দখলের দাবি তালেবানের সংগৃহীত ছবি

আফগানিস্তানের পানশির উপত্যকার একটি অংশে নতুন করে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। এ অঞ্চলটি তালেবান নিয়ন্ত্রণের বাইরে ছিল।

তালেবান বাহিনী পানশির উপত্যকা দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে এমন ঘোষণার পর নতুন করে ওই অঞ্চলে যুদ্ধ শুরু হয়।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এ প্রসঙ্গে তালেবানের এক কমান্ডার বলেন, পানশিরসহ গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে।

পানশিরের নেতা আমরুল্লাহ ছালে বলেন, তালেবানের উপত্যকা দখলের দাবি ভিত্তিহীন। তবে তালেবানরা যদি ফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে না।

আফগানিস্তান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ ছালেহ বলেন, দু-পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। তবে পানশিরের দখল নিয়ে তালেবান গুজব ছড়াচ্ছে।

পানশিরে তালেবান প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয়দের নেতা আহমদ মাসুদ। তিনি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

প্রসঙ্গত, পানশির উপত্যকা আফগানিস্তানের একটি ছোট প্রদেশ। এটি কাবুলের উত্তরে অবস্থিত। এখানকার মানুষ তালেবানের কর্তৃত্ব মেনে নেয়নি। এ প্রদেশে দেড় থেকে দুই লাখ মানুষ বাস করে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর,২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।