ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগার থেকে মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, সেপ্টেম্বর ৬, ২০২১
কারাগার থেকে মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪৭) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তির পরপরই তিনি দেশত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

তবে, কেউ কেউ বলছে তিনি ইতোমধ্যে তুরস্ক যাত্রা করেছেন।

এদিকে দেশটি প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান। পরে তাকে হত্যা করা হয়। তার ছেলে সাদি গাদ্দাফিকে ত্রিপোলির কারাগারে বন্দি রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।