ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সুড়ঙ্গপথে ইসরায়েলের কারাগার থেকে পালালেন ৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, সেপ্টেম্বর ৬, ২০২১
সুড়ঙ্গপথে ইসরায়েলের কারাগার থেকে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরায়েলের একটি হাই-সিকিউরিটি কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়েছেন ছয় ফিলিস্তিনি বন্দি।

সোমবার (০৬ সেপ্টেম্বর) লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এটি ‘গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

কারাসূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলন এবং একজন ফাতাহ আন্দোলনের সদস্য।

এদের মধ্যে চারজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।

বন্দিরা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে থাকতেন। কারাগারের টয়লেটে সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যান তারা। ভোর ৩টার দিকে স্থানীয় এক কৃষক তাদের পালিয়ে যেতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পালিয়ে যাওয়া একজনের নাম জাকারিয়া জুবায়েদী। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার ছিলেন।

২০০৪ সালে ফিলিস্তিনি বন্দিদের রাখতে গিলবোয়া কারাগার নির্মাণ করেছিল ইসরায়েল। সেই কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দির পালিয়ে যাওয়াকে ‘নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।