ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বকখালির নদীতে আবারও ভেসে এল তিমি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, সেপ্টেম্বর ৬, ২০২১
বকখালির নদীতে আবারও ভেসে এল তিমি! ভেসে আসা তিমির দেহ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালির কাছেই হরিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে ওই এলাকায় কাজ করছিলেন বনদপ্তরের বেশ কয়েকজন কর্মী।

কিন্তু হঠাৎ করেই চমকে উঠলেন তারা। গ্রামের কালিস্তান নদীর চরে দেখতে পেলেন বিশালাকার একটি সামুদ্রিক প্রাণী।

নদীর স্রোতে ভেসে আসা মৃত প্রাণীটির খবর জানাজানি হতেই বদলে যায় দৃশ্যপট।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এসে ভিড় করেন নদীর চরে। মোবাইল ফোনে প্রাণীটির ছবি তোলেন। কিছুক্ষণ পরই মৃত সামুদ্রিক প্রাণীটিকে গর্ত খুঁড়ে পোঁতার ব্যবস্থা করা হয়।

বকখালি ফরেস্ট রেঞ্জার অশোক নস্কর হিন্দুস্থান টাইমসকে বলেছেন, একটা তিমি জাতীয় প্রাণী উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকদিন আগেই প্রাণীটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণীটির শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ১৮ ফুট লম্বা প্রাণীটির ওজন কয়েক কুইন্টাল হতে পারে বলে জানান তিনি।

এর আগে গত ১ আগস্ট বকখালিতে বিশালাকার একটি তিমির দেহ উদ্ধার করা হয়েছিল।

জীববিজ্ঞানীরা জানিয়েছেন, নদী দূষণ ও মাছ ধরার ট্রলারের ধাক্কায় সৈকতের কাছে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা বাড়ছে। এ ধরনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বেই ঘটছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।