ভারতের দিল্লির একটি আদালতের ভেতরে দুই পক্ষের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র ওরফ গোগীকে দুপুরে দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসে পুলিশ। ২০৬ নম্বর কোর্টে তার শুনানি চলছি। এ সময় গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের দুজন সদস্য আইনজীবীর পোশাকে আদালতে প্রবেশ করেন।
আদালত কক্ষের কাছে গিয়ে গোগীর ওপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গোগী। এ সময় পুলিশের পাল্টা পুলিশের হামলাকারীদের দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিও দেখা যায়, একই কক্ষের বাইরে থেকে ভেতরে গুলি ছুড়ছেন পুলিশের এক সদস্য। এ সময় অনেকে দৌড়াদৌড়ি করছেন।
২০২০ সালে গোগীকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডজনখানেক চাঁদাবাজি ছাড়াও ডাকাতি ও গাড়ি চুরির মামলা চলছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
জেএইচটি