শত্রুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, মহানবী (সা.)-এর প্রিয় নাতি হযরত ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে তেহরানে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শত্রুরা ইরানের জনগণের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তার স্বরূপ উন্মোচন ও ষড়যন্ত্র নস্যাৎ করার মাধ্যমে ছাত্রদেরকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।
ছাত্রদের জাতির আশা-আকাঙ্ক্ষার ফসল উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আশুরার যেদিন হযরত ইমাম হোসাইন শাহাদাতবরণ করেন, সেদিন তার সংগ্রাম এবং আত্মত্যাগের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপরে ৪০ দিন সময়কালে যে সংগ্রাম হয়েছে, তার মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছে, যা ইমাম হোসাইনের পুত্র, কন্যা এবং অন্যরা করেছিলেন। এর মাধ্যমে কারবালা আমাদের মাঝে জীবন্ত রয়েছে। ’
আয়াতুল্লাহ খামেনি বলেন, ইমাম হোসাইনের শাহাদাতের পথ হচ্ছে বরকতময় এবং সুমধুর পথ, যা নিশ্চিতভাবে ইতিবাচক ফলাফল এবং সফলতা আনবে। এই পথে উৎসাহিত হয়ে এবং জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তোমরা ছাত্ররা দেশকে শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণের পথে পরিচালিত করতে সক্ষম হবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেএইচটি