ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংসদেই নিজের মাথা উড়িয়ে দিলেন সাবেক ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
সংসদেই নিজের মাথা উড়িয়ে দিলেন সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়াইয়া।

আফ্রিকার দেশ মালাউইয়ের পার্লামেন্ট ভবনের ভেতর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন দেশটির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়াইয়া। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গাড়ির বীমা সংক্রান্ত সুবিধা পাওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি এ ঘটনা ঘটান।

মালাউই পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়াইয়া পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন। ঘটনাটি পরিষেবার শর্তাবলী বাস্তবায়নে হতাশার সঙ্গে সম্পর্কিত। ’

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বছর দুয়েক আগে ডেপুটি স্পিকার পদে চিওয়াইয়ার মেয়াদ শেষ হয়। তারও আগে তিনি একটি গাড়ি কিনেছিলেন। কিন্তু ছয় মাস আগে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়ির বীমার মেয়াদ শেষ হওয়ায় তিনি চাচ্ছিলেন, গাড়ি মেরামতের অর্থ যেন পার্লামেন্ট থেকে দেওয়া হয়।

বৃহস্পতিবার হুইলচেয়ারে করে পার্লামেন্ট ভবনে যান তিনি। এ সময় হুইলচেয়ারের মধ্যে লুকিয়ে একটি অস্ত্রও নিয়ে যান। পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিকিউরিটি স্ক্যানার সতর্ক সংকেত দিয়েছিল। তবে চিওয়াইয়া শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সতর্কতার কারণ হুইলচেয়ার বলে মনে করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯৭১ সালে জন্ম নেওয়া চিওয়াইয়া ২ বছর বয়সে পোলিও আক্রান্ত হন। পঙ্গু হওয়ার পর তিনি হুইলচেয়ার ব্যবহার করতেন। দেশটির সংসদ সদস্য হিসাবে তিনবার সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। তার আত্মহত্যার পর পুলিশি তদন্ত চলছে। এছাড়াও পার্লামেন্ট ভবনে সব শ্রেণির দর্শকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।