ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০ মাসের শিশুকে আছাড় মারলেন গৃহকর্মী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
১০ মাসের শিশুকে আছাড় মারলেন গৃহকর্মী!

কোনো ধরনের অজুহাত ছাড়াই ১০ মাসের একটি শিশুকে আছাড় মেরেছেন এক গৃহকর্মী। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।

পুলিশ এরই মধ্যে ওই গৃহকর্মীকে গ্রেফতার করেছে।

এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে।

পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তার স্ত্রী নবমিতা ভট্টাচার্য। স্বামী স্ত্রী দুইজন চাকরিজীবী হওয়ায় ১০ মাসের মেয়েকে গৃহকর্মীর কাছে রেখে অফিসে যেতেন।

সন্তানকে গৃহকর্মী কেমন যত্নে রাখে, তা জানতে বাড়িতে সিসি ক্যামেরা লাগান ওই দম্পতি। সিসি ক্যামেরায় নজরদারির খবর অবশ্য ভাবতেও পারেননি ওই গৃহকর্মী। তাতেই ধরা পড়ে ওই নির্মম অত্যাচারের দৃশ্য।  খবর আনন্দবাজার পত্রিকার।

ফুটেজ ওই দম্পতির দেখতে পায়, তাদের ১০ মাসের শিশুটিকে কোনো ধরনের অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাতেন ওই গৃহকর্মী। শিশুটিকে দুই হাত ধুরে ঘুরিয়ে বিছানার ওপর সজোরে আছাড় মারতেও দেখা গেছে।

অত্যাচারের দৃশ্য দেখে ভুক্তভোগী ওই দম্পতি পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন। ওই ফুটেজ দেখে গৃহকর্মী কল্পনাকে গ্রেফতার করে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।