ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আরও ৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ওমানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আরও ৭ মৃত্যু

ঢাকা: ওমানে  ট্রপিক্যাল ঝড় শাহীনের আঘাতের পর ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।  

সোমবার (০৪ অক্টোবর) দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি কমিটি এ তথ্য জানিয়েছে।

বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে। খবর রয়টার্স এর।

এর আগে, রোববার দেশটিতে এই দুর্যোগে শিশুসহ চারজন নিহত হয়। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ঝড় থেমে গেছে। তবে সিভিল এভিয়েশন অথরিটি বলেছে, এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নাগরিকদের নিচু এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে তারা।

ওমানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কেন্দ্র বা চোখ যখন ভূমি অতিক্রম করছিল, তখন শাহীন প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইছিল। ওমানি ব্রডকাস্টারদের ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক যানবাহন পানিতে ডুবে আছে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।