ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় যাওয়ার পথে সীতাপুরে আটক হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আটকের পর উত্তরপ্রদেশের পুলিশ তাকে সীতাপুরের একটি গেস্ট হাউজে রাখে।
এক ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা গান্ধী একটি ঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। প্রিয়াঙ্কা বলছেন, এটি আমার ঘর। আমি আমার ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি।
কংগ্রেসের এক সদস্যের বরাত দিয়ে এনডিটিভি জানায়, প্রিয়াঙ্কাকে যে ঘরে রাখা হয়েছিল, তা বেশ নোংরা ও অপরিচ্ছন্ন ছিল। তাই তিনি নিজেই ঘরটি পরিষ্কার করেন।
প্রসঙ্গত, ভারতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের গাড়ি চাপা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্র। এতে চারজন কৃষক নিহত হন। পরে সংঘর্ষে আরও চারজন নিহত হন।
চার কৃষককে হত্যার প্রতিবাদ জানাতে রোববার দলীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের লখিমপুরের খিরিতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। যাওয়ার পথে তিনি আটক হন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
জেএইচটি