ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মুঘলদের হিরা-পান্নার চশমা নিলামে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৪২ পিএম, অক্টোবর ৮, ২০২১
মুঘলদের হিরা-পান্নার চশমা নিলামে

মূল্যবান রত্ন হিরা ও পান্না দিয়ে তৈরি এক জোড়া বিরল চশমা নিলামে উঠছে।  এই চশমা ভারতের মুঘল আমলে বলে জানা গেছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের সোথিবে নিলাম হাউজে চলতি মাসে এই চশমা বিক্রি করা হবে।  

নিলাম হাউজটি জানায়, মুঘল আমলে ১৮৯০ সালের দিকে এই চশমা তৈরি করা হয়। নিলামে প্রতিটি চশমা ২০ থেকে ৩৪ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।  

সোথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনও দেখা যায়নি। নিলামের আগে চলতি মাসে হংকং ও লন্ডনে চশমা দুটি প্রদর্শিত হবে।

বিরল এই চশমা কারা ব্যবহার করতেন, তা স্পষ্ট নয়। সম্ভাবনা রয়েছে, সেগুলো মুঘলদের। ১৬তম ও ১৭তম শতাব্দীতে ভারত শাসন করে মোঘল সাম্রাজ্য। সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্য কৃতিত্বের জন্য বেশ সুপরিচিত ছিল এই সাম্রাজ্যটি।

সোথিবের এক বিবৃতিতে বলা হয়, হিরা ও পান্না কেটে চশমা দুটি তৈরি করা হয়। রত্নগুলোর মান ও বিশুদ্ধতা অনন্য। এই পাথর যে সম্রাটের সংগ্রহ, এতে সন্দেহ নেই।  

নিলাম কর্তৃপক্ষ জানায়, চশমার এ ধরনের নমুনা প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
জেএইচটি

বাংলাদেশ সময়: ৪:৪২ পিএম, অক্টোবর ৮, ২০২১ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।