ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে হামলা, বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
সৌদি বিমানবন্দরে হামলা, বাংলাদেশি আহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান শহরে কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (০৮ অক্টোবর) এ হামলা চালানো হয়।

 
এতে তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র বলেন, আহত ১০ জনের মধ্যে তিন বাংলাদেশি ও ছয় সৌদি ও সুদানের একজন নাগরিক রয়েছেন।  

হামলায় বিমানবন্দরের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

এর আগে, ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবু রাব্বু মনসুর হাদিকে উৎখাত করে দেশটির হুতি বিদ্রোহীরা৷ ২০১৫ সালের মার্চে তাকে আবারও ক্ষমতায় বসাতে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট৷ এরপর জাতিসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।  

পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও মানবাধিকার সংগঠনগুলো হুতিকে সন্ত্রাসবাদী তালিকায় রাখার ক্ষেত্রে আগে আপত্তি জানিয়েছিল।

এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।  
তবে হুতি বিদ্রোহীরা এখনো শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।