ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন বিধ্বস্ত, ১৫ প্যারাস্যুট জাম্পার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:১২ পিএম, অক্টোবর ১০, ২০২১
প্লেন বিধ্বস্ত, ১৫ প্যারাস্যুট জাম্পার নিহত

রাশিয়ার তাতারস্তান প্রদেশে একটি পরিবহন বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

দেশটির বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রোববার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

জরুরি পরিষেবা দপ্তর জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই ছিলেন প্যারাস্যুট জাম্পার। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির মডেল এল-৪১০ ট্রার্বোলেট, যা দুই ইঞ্জিন বিশিষ্ট স্বল্প পরিসরের পরিবহন বিমান। জরুরি পরিষেবা দপ্তর থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই টুকরো হয়ে যায়।

স্থানীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বেঁচে যাওয়া সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নত হয়েছে। কিন্তু সুদূরপ্রান্ত অঞ্চলে পুরনো মডেলের বিমান কিছুটা ঝুঁকি বা দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, গত মাসে রাশিয়ার পূর্বাঞ্চলে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এর আগে জুলাই মাসে আরেকটি দুর্ঘটনায় বিমানে থাকা ২৮ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনএসআর

বাংলাদেশ সময়: ৪:১২ পিএম, অক্টোবর ১০, ২০২১ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।