শুক্রবার জুমার নামাজের আগে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে জার্মানির কোলোন শহর।
ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন।
শহরটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা অনেক।
মেয়র জানিয়েছেন, নগরীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই আজানের অনুমতি দেওয়া হয়েছে।
মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল এতদিন।
স্থানীয় মুসলিম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে আসছিলেন। অবশেষে সেই অনুমতি পাওয়া গেল। তবে অন্য সব নামাজের আজান খালি গলায় দিতে হবে।
তুরস্ক থেকে প্রায় ৫৫ হাজার মুসলিম অভিবাসী শহরটিতে বাস করছেন। জার্মানির অন্য যে কোনও নগরীর চেয়ে সেখানে মুসলমানদের সংখ্যা বেশি। সূত্র: সিয়াসাত
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
নিউজ ডেস্ক