ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৩৯ পিএম, অক্টোবর ১১, ২০২১
নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট!

ঢাকা: একজন পুরুষ নার্সের সঙ্গে অপমানজনক আচরণ করার কারণে এক চিকিৎসক ও হাসপাতালের দুই জন কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, চিকিৎসক ও হাসপাতালের দুই কর্মচারীরা একজন নার্সকে বাধ্য করেছেন কুকুরকে স্যালুট করতে।

এছাড়া কুকুরের সামনে নতজানু হওয়ার জন্যও তাকে জোর করেছেন।

এ ঘটনায় দোষী তিন জনকে এক লাখ মিসরীয় মুদ্রা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। নইলে সাজার মেয়াদ আরও বাড়বে।

সেপ্টেম্বরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন সে দেশের চীফ প্রসিকিউটর অভিযুক্তদের আটকের ব্যাপারে ওয়ারেন্ট বের করেন।

পরে তদন্তে করে জানা যায়, ওই তিন জন ক্ষমতার অপব্যবহার করে পুরুষ নার্সকে লাঞ্ছিত করেছেন। তাদের আচরণ ধর্মীয়ভাবে ওই ব্যক্তির অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র: মিনা

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
কেএআর

বাংলাদেশ সময়: ৩:৩৯ পিএম, অক্টোবর ১১, ২০২১ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।