ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কান্দাহারে মসজিদে ফের হামলা, নিহত ২৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
কান্দাহারে মসজিদে ফের হামলা, নিহত ২৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর অর্ধশত মুসল্লি আহত হয়েছেন।   

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

আগের শুক্রবারও জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত ও ১৪৩ জন আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ওই হামলার দায়িত্ব স্বীকার করে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার কুন্দুজের হামলায় জড়িতদের বিচার করার আশ্বাস দিয়েছে।  

এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের দখলে যায় ১৫ আগস্ট। সোমবার (৬ সেপ্টেম্বর) সবশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেন তালেবান সদস্যরা।  

স্থানীয় সময় ৩০ আগস্ট রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।