ঘোড়ার খামারে বিয়ে হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটসের।
শনিবার (১৬ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে জেনিফারের সঙ্গে প্রেমিক পেশাদার ঘোড়া দৌড়বিদ নায়েল নাসেরের বিয়ে হচ্ছে।
বিল গেটসকন্যার বিয়ে যে, রাজকীয়ভাবেই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই গেটস পরিবারের কর্মীরাও রাজকীয় এই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। জেনিফারের পরিবারের কাছ থেকে পাওয়া নর্থ সালেমের ১২৪ একরের খামার সেজে উঠেছে উৎসবের সাজে।

নিজের এসইউভিতে চড়েই নায়েলও ওই দিন হোটেলে পৌঁছান। এ সময় তিনি পরেছিলেন জিন্স আর স্নিকার। তবে, বিল গেটসকে ওই হোটেলে আসতে দেখা যায়নি। রোববার (১০ অক্টোবর) ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে তাকে দেখা যায়।
এর আগে, দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা। সোমবার (৩ মে) দিনগত রাতে এক যৌথ টুইটার বার্তায় তারা এ বিচ্ছেদের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এএটি
বাংলাদেশ সময়: ১২:৫০ পিএম, অক্টোবর ১৬, ২০২১ / এএটি