আদিবাসীদের আমন্ত্রণ সময়মতো রক্ষা করতে না পারায়, দেখা করে তাদের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দুই দফায় চিঠি পাঠিয়ে ট্রুডোকে আমন্ত্রণ জানানোর পরেও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেননি তিনি।
এ বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া যায়।
কানাডার ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল। কিন্তু তখন সেখানে যাননি তিনি।
এর আগে আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডো পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটিয়েছেন। তা নিয়ে কানাডায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসআইএস