জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ২৬’।
গত ১ নভেম্বর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই সম্মেলন।
সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শতাধিক দেশের সরকারপ্রধান। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট! তার ঘুমিয়ে পড়ার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনে বাইডেনের চারদিকে বিশ্বনেতারা বসা। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ চলছে। এর মধ্যেই ঘুমের কারণে চোখ খোলা রাখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। পরে এক সহযোগী এসে তাকে বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করেন।
সম্মেলনে অধিকারকর্মী এডি এনডোপুর বক্তব্যের সময় অন্তত দুই বার ঘুমিয়ে পড়েন ৭৮ বছর বয়সী বাইডেন। পরে অবশ্য টানা ১২ মিনিট বক্তব্য দেন তিনি।
সূত্র: ফোর্বস, খালিজ টাইমস
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এনএসআর
Biden appears to fall asleep during COP26 opening speeches pic.twitter.com/az8NZTWanI
— Zach Purser Brown (@zachjourno) November 1, 2021