ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস ছবি: সংগৃহীত

ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর প্রথম দিনই সংসদে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) এ অধিবেশন শুরু হয়। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, শীতকালীন এ অধিবেশন আজ থেকে ২৫ দিন চলবে। শুরুতেই বিতর্কিত কৃষি আইন নিয়ে সংসদে স্লোগান শুরু হয়। ফলে সংসদের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। মুলতবির আধঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। বিক্ষোভের মুখে মাত্র ৪ মিনিটের মধ্যে বিতর্কিত কৃষি আইন বাতিল বিল সংসদে পাস হয়ে যায়।

এ আইন বাতিল বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিল উপস্থাপন উপলক্ষে সংসদের আজকের অধিবেশনে নিজ নিজ দলের সব সদস্যকে উপস্থিত থাকতে বলেছিল ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানান, তারা সরকার বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সরকারের নীতি নিয়ে কারও বিরোধিতা থাকলেও সংসদ ও স্পিকারের চেয়ারের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

শীতকালীন এ অধিবেশনের আগে রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারত সরকার। অধিবেশনের প্রথম দিন কৃষি আইন বাতিল বিল উত্থাপন করা হবে বলেই বৈঠক ডাকা হয়েছিল। শীতকালীন এ অধিবেশনে ৩০টির বেশি বিল পাস হতে পারে। বৈঠকে দেশটির রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে বৈঠক ডেকে অনুপস্থিত থাকায় মোদির সমালোচনা করেন বিরোধীরা।

প্রসঙ্গত, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেড় বছর ধরে ভারতের কৃষকেরা আন্দোলন করে আসছিলেন। এ আন্দোলনের কাছে নতি স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯ নভেম্বর তিন আইনই প্রত্যাহারের ঘোষণা দেন। ২৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষি আইন প্রত্যাহার বিল অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।