ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সীমান্তে বরফের নিচে ৪ ভারতীয় নাগরিকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
মার্কিন সীমান্তে বরফের নিচে ৪ ভারতীয় নাগরিকের মরদেহ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষারে ঢাকা একটি মাঠ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে কানাডীয় পুলিশ।

মৃতদের মধ্যে একজন শিশু, একজন কিশোর ও একজন করে নারী-পুরুষ রয়েছেন।

প্রাথমিকভাবে তারা ‘ভারতীয়’ এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার কানাডার ম্যানিটোবা প্রদেশের এমারসন থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ। ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ওইদিন সেখানে তাপমাত্রা ছিল শূন্যেরও ৩৫ ডিগ্রি নিচে।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানান।

আরসিএমপির ভাষ্য, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডীয় পুলিশকে সতর্ক করে দিয়ে জানায়, তারা ওই এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একদল লোককে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গ্রেপ্তার একজনের কাছে ছোট শিশুর জিনিসপত্র ছিল। কিন্তু তার সঙ্গে কোনো শিশু ছিল না। এরপর তুষারের মধ্যে সীমান্তের দু’পাশে তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ২৫ থেকে ৩৫ ফুট দূরত্বের মধ্যে মরদেহগুলো পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।