ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যোগীর রাজ্যে ভ্যালেন্টাইনকে ঝোলানো হলো ফাঁসিতে!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
যোগীর রাজ্যে ভ্যালেন্টাইনকে ঝোলানো হলো ফাঁসিতে!

বিশ্ব ভালোবাসা দিবসে ‘সংস্কৃতি বিরোধী’ ভ্যালেন্টাইনকে প্রতীকীভাবে ফাঁসি দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের তরুণরা।  

স্পুটনিক নিউজের প্রতিবেদনে বলা হয়, আগ্রায় একটি কুশপুতুল রাস্তায় টাঙাতে দেখা যায় কয়েকজন তরুণকে।

ওই কুশপুতুলের নাম দেওয়া হয়েছে ‘ভ্যালেন্টাইন’। পরে তাকে মাঝ রাস্তায় ফাঁসি দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা তরুণরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন।  

মূলত পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে এভাবেই ভালোবাসা দিবসের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান যোগী আদিত্যনাথের অনুসারী তরুণরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

এদিকে, অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রার পার্কে কোনো যুগলকে ভ্যালেন্টাইন্স ডের দিন দেখা গেলে তাদের বিয়ে দেওয়া হবে।  

আগ্রার আরেকটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো যুগলকে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখা গেলে তাদের মুখে কালি মেখে দেওয়া হবে।

সংগঠনের নেতাকর্মীরা বলছেন, ভ্যালেন্টাইন্স ডে আমাদের সংস্কৃতি নয়। বিদেশে তা পালিত হতো। পশ্চিমা দেশগুলো সংস্কৃতির আদলে তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।