ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রথম দিনের হামলায় নিহত ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ইউক্রেনে প্রথম দিনের হামলায় নিহত ১৩৭

ইউক্রেনে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে দেশটিতে অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক নাগরিক রয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রধান অঞ্চলগুলোতে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ভোর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা রাষ্ট্রীয় প্রধানকে হত্যার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।

বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার কিছুক্ষণ পরই ইউক্রেনে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্ট জেলেনস্কির আদেশে আইনগতভাবে অস্ত্র বহন করতে সক্ষম থাকা সব ইউক্রেনীয় নাগরিককে মাতৃভূমি রক্ষা করতে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।