ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে শুনানি ৭-৮ মার্চ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ২, ২০২২
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে শুনানি ৭-৮ মার্চ! ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে (আইসিজে) যে অভিযোগ করেছে ইউক্রেন, তার শুনানি আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে আইসিজেএ এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ করেছে ইউক্রেন তার শুনানি হবে ৭ ও ৮ মার্চ। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন।

তথ্যসূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।