ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ইউক্রেনে যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ এই তদন্তের অন্তর্ভুক্ত হবে।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ৩৯টি দেশের পক্ষ থেকে জানানো এক আহ্বানের পর তিনি তদন্ত শুরু করেছেন।

যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগগুলো তদন্তের অন্তর্ভুক্ত হবে এবং ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়াকে নিজের অঙ্গীভূত করার ঘটনাটিও এর আওতায় পড়বে।

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তবে কিয়েভ এই আদালতের বিচারিক ক্ষমতা মেনে নিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার (৩ মার্চ) যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি মানুষ।

জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, এক সপ্তাহেরও কম সময়ে এত বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে যে, শতাব্দীর বড় শরণার্থী সংকট তৈরি হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।