ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন তুরস্কে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হতে যাচ্ছে তুরস্কে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এ বৈঠকে বসবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার সকালে বলেছেন, লাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তার সঙ্গে কুলেবার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে একাধিক দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই আলোচনায় সমস্যা সমাধানো তেমন কোনো অগ্রগতি হয়নি।

দুই দেশের পররারাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাতেও সংকট সমাধের সম্ভাবনা খুবই ক্ষণী বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষ এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।