ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ

পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

শরণার্থীদের পাঁচ লাখের বেশি ইতোমধ্যে পোল্যান্ড ছেড়ে অন্য দেশেও চলে গেছে বলে জানিছেন ওয়ারশ ইউনিভার্সিটির মাইগ্রেশন রিসার্চ প্রফেসর ম্যাকিয়েজ দুসজিক।

সংস্থাটি টুইটারে জানিয়েছে, কেবল মঙ্গলবারেই ৬৬ হাজার ৬০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে, যা সোমবারের চেয়ে ৭ শতাংশ কম।

বুধবার (১৬ মার্চ) সকাল নাগাদ ১৩ হাজার ৬০০ জন সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার একই সময়ের মধ্যে ১৭ হাজার ৫০০ জন ইউক্রেন ছেড়েছিল।

শরণার্থীদের বেশির ভাগ মানুষ পোল্যান্ডের ওয়ারশ, ক্রাকো ও রক্লোসহ বড় বড় শহরগুলিতে গেছে। শহরগুলি আশ্রয় নেওয়া মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ২১তম দিনে বুধবার রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। বেসামরিক এলাকায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।