ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের হাঙ্গেরির ক্ষমতায় বসছেন পুতিনের বন্ধু অরবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
ফের হাঙ্গেরির ক্ষমতায় বসছেন পুতিনের বন্ধু অরবান ভিক্তর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন ভিক্তর অরবান। সাধারণ নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান

রোববার (৩ এপ্রিল) দেশটির সাধারণ নির্বাচন হয়। এখন পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনায় অরবানের ডানপন্থী ফিদেজ পার্টি ৫৩ শতাংশ এবং পিটার মারকি-জে নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৫ শতাংশ ভোট পেয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণায় বিজয়ী হলে এ নিয়ে টানা চতুর্থবার দলটি ক্ষমতায় আসবে।

জয় সুনিশ্চিত হওয়ার পর ভিক্টর অরবানের সমর্থকরা রাজধানী বুদাপেস্টে দলের সদর দফতরের সামনে ভিড় জমান। তারা ‘ভিক্তর ’, ‘ভিক্তর ’ বলে স্লোগান দিতে থাকেন।

জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ভিক্তর বলেন, ‘পুরো বিশ্ব দেখতে পাচ্ছে যে আমাদের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক, রক্ষণশীল, দেশপ্রেমের রাজনীতির ব্রান্ড জিতেছে। ইউরোপকে আমরা এই বার্তা দিতে চাই যে, এ জয় অতীত নয়, ভবিষ্যত।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ভিক্তর অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।  পুতিনের বন্ধু হিসেবেও বেশ পরিচিত ভিক্তর অরবান।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।