ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৬ বছরের পুরনো মামলায় কংগ্রেস নেতা বব্বরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
২৬ বছরের পুরনো মামলায় কংগ্রেস নেতা বব্বরের কারাদণ্ড রাজ বব্বর

ভারতের বিখ্যাত অভিনেতা ও কংগ্রেস নেতা রাজ বব্বরকে ২৬ বছরের পুরনো মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার সংবাদে বলা হয়েছে, এক নির্বাচনী আধিকারিককে হেনস্থা করার অপরাধে বৃহস্পতিবার (৭ জুলাই) অভিনেতা ও রাজনীতিবিদ বব্বরকে এ সাজা দিয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত।

১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক।

তার অভিযোগ ছিল- পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তার সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তার নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয়। সেই মামলাই চলেছে এতদিন ধরে।

বৃহস্পতিবার বিচারক যখন সাজা শোনাচ্ছিলেন, বব্বর তখন আদালতেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।