ভারতের বিখ্যাত অভিনেতা ও কংগ্রেস নেতা রাজ বব্বরকে ২৬ বছরের পুরনো মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার সংবাদে বলা হয়েছে, এক নির্বাচনী আধিকারিককে হেনস্থা করার অপরাধে বৃহস্পতিবার (৭ জুলাই) অভিনেতা ও রাজনীতিবিদ বব্বরকে এ সাজা দিয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত।
১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক।
তার অভিযোগ ছিল- পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তার সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তার নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয়। সেই মামলাই চলেছে এতদিন ধরে।
বৃহস্পতিবার বিচারক যখন সাজা শোনাচ্ছিলেন, বব্বর তখন আদালতেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসকে/জেডএ