ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১   পাকিস্তানে বাস খাদে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১১ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছে্ন আরও দুজন।

মঙ্গলবার (১৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়,  খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে ১১ পর্যটক নিহত হন।  

উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,  নিহত ১১ জন সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। তারা তাদের ভ্রমণ শেষ করে বাড়ি ফিরছিলেন।  

আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। পাকিস্তানের সোয়াত উপত্যকা মনোমুগ্ধকর নৈসর্গিক স্থানগুলোর জন্য পরিচিত।  

দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন না মানায় পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে ১৯ জন নিহত হন।  

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময় : ০৮২৩ ঘণ্টা, ১৩ জুলাই, ২০২২
ইআর

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।