যুক্তরাজ্য সরকারের ট্যাক্স কমানোর পরিকল্পনার সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানায়, এতে যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় সংকট বাড়াবে।
একটি বিবৃতিতে আইএমএফের পক্ষ থেকে বলা হয়, এই প্রস্তাব বৈষম্য বাড়াবে এবং দ্রব্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের ওপর চাপ দেবে। এরইমধ্যে এ নিয়ে সতর্ক করে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
ব্রিটিশ সরকার বলছে, এই পরিকল্পনা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ট্যাক্স কাটছাঁটের জন্য ৪৫ বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু করার জন্য একটি বড় পরিবর্তন প্রয়োজন।
তবে বিরোধী দল লেবার পরিকল্পনাটির সমালোচনা করে বলেছে,এটি জীবনযাত্রার ব্যয়-সংকটের সমাধান করবে না বরং এটি ধনীদের ও আরও ধনী করার পরিকল্পনা।
আইএফমের কাজই হলো বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখা। এছাড়া সংগঠনটি অর্থনীতি নিয়ে বিভিন্ন দেশকে সতর্ক করে থাকে।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০২২
ইআর