ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
মারা গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরটি

চলতি বছরই বেশি বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (জিডব্লিউআর) নাম উঠেছিল পেবলসের। সেই পেবলসই সোমবার (৩ অক্টোবর)মারা গেছে।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় কুকুরটি নিজের মনিবের ঘরেই মারা যায়। স্বাভাবিকভাবেই পেবলসের মৃত্যু হয়েছে। আর পাঁচ মাস পরেই কুকুরটির ২৩ বছর বয়স হতো।

২০০০ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করে পেবলস। ববি এবং জুলি গ্রেগরি দম্পতির কাছে ছিল কুকুরটি।

জিডব্লিউআর-এর পক্ষ থেকে জানানো হয়, পেবলস বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হওয়ার তথ্যটি যখন ভাইরাল হওয়ার পর এটি বিশ্বকে হতবাক করে দেয়।  

পেবলসের আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ছিল টোবিকিথ। তবে টোবিকিথের বয়স ২১ শোনার পরই ববি এবং জুলি গ্রেগরি তাদের কুকুরের বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে জানায়।  

জিডব্লিউআর বিবৃতিতে জানায়, বিশ্বরেকর্ডধারী হওয়ায় পেবলসকে বিশ্ববাসী স্মরণে রাখবে।  

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।