ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের আভদিভকা শহরের একটি বাজারে রাশিয়ার বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো সামাজিক যোগাযাগমাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, আভদিভকাতে আজ সকালে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
এদিকে, রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহর খেরসন এবং মেলিতোপোলেও বুধবার পাঁচটি বিস্ফোরণ ঘটেছে । রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে, খেরসনে অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের এই ঘটনার পর সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
গত শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র সেতু কার্চ ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
এদিকে ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আটজনকে আটক করেছে রুশ গোয়েন্দারা। রুশ গোয়েন্দা সংস্থা রাশিয়াস ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানায়, আটকদের মধ্যে পাঁচজন রুশ ও বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।
সূত্র: এএফপি
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
ইআর