ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানকে গুলি করার ভিডিও প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
ইমরানকে গুলি করার ভিডিও প্রকাশ্যে

পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গুলি করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভিডিওটি আসার পর দ্রুত ভাইরাল হতে শুরু করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, গুলির ঘটনার আগে কনটেইনারের ওপর দাঁড়িয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন ইমরান খান। হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগলে কনটেইনারেই পড়ে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

ডন ও জিও’র খবরে বলা হয়, ইমরানের ডান পায়ে তিনটি গুলি গেছে। তার অস্ত্রোপচারও হয়ে গেছে। তার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিটিআই চেয়ারম্যানকে বহনকারী কনটেইনারটি ওয়াজিরাবাদের রাস্তা ধরে এগিয়ে আসছে। উপরে কালো কুর্দি পরিধেয় ইমরান জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন। রাস্তায় মানুষ গিজগিজ করছে। এ সময় ইমরানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ হওয়া মাত্র তাকে ট্রাকের উপর লুটিয়ে পড়তে দেখা গেছে।

ইমরানের সঙ্গে ট্রাকে যারা ছিলেন, সবাই শব্দ শুনে নিচু হয়ে বসে পড়েন।

ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়। সেই ব্যক্তি বলেছেন, তার মনে হয়েছে ইমরান খান জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এ ঘটনায় তিনি ছাড়া আর কেউ ছিলেন না।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ইমরানকে হত্যার ঘটনায় একজন নিহত হয়েছেন। তিনিও হামলাকারী। অপরদিকে গুলির ঘটনায় একে ৪৭ ব্যবহারের কথা বলেছে কয়েকটি গণমাধ্যম। কিন্তু এক ছবিতে হামলাকারীর হাতে একটি ৯ এমএম রিভলবার দেখা গেছে।

সূত্র: ডন, জিও

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।