ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌতুকে পাওয়া গাড়ি দিয়ে পরিবারের ৫ সদস্যকে চাপা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
যৌতুকে পাওয়া গাড়ি দিয়ে পরিবারের ৫ সদস্যকে চাপা ছবি: সংগৃহীত

যৌতুকে পাওয়া গাড়ি চালাতে গিয়ে পরিবারের পাঁচ জনকে চাপা দিয়েছে বর। এ সময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।

ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর: আনন্দবাজার পত্রিকা

জানা গেছে, ওই বরের নাম অরুণ কুমার। তিনি উত্তরপ্রদেশের অকবরপুরের বাসিন্দা। শ্বশুরবাড়ি থেকে যৌতুকে গাড়ি পেয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান ঘিরে অরুণের বাড়িতে তখন হইহই চলছে। তার উপর নতুন গাড়ি বাড়িতে আসায় সবার উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। চাবি হাতে পেয়েই অরুণ গাড়িতে চালকের আসনে গিয়ে বসেন। তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পাশেই তখন দাঁড়িয়েছিলেন তার পরিবারের সদস্যরা। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে চাপা পড়েন পরিবারের পাঁচ সদস্য। তখন দশ বছরের এক কিশোরসহ গুরুতর আহত হয় পাঁচজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের।

এ ঘটনায় পুলিশ জানায়, অরুণ গাড়ি চালাতে জানতেন না। তারপরও উৎসাহের বশে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে ফেলেন। আর তাতেই দুর্ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অভিযোগ হাতে পেলেই অরুণের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুনের মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।