ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে করোনায় আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
জি-২০ সম্মেলনে করোনায় আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের কুশল বিনিময়

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেওয়া কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত শনাক্তের পরপরই তিনি বালি ছেড়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এ কারণে বালিতে চলমান জি-২০ সম্মেলন ত্যাগ করছেন তিনি।

করোনা শনাক্তের বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুন সেন বলেছেন, সোমবার (১৪ নভেম্বর) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এজন্য জি-২০ সম্মেলনের পাশাপাশি ব্যাংককে অর্থনৈতিক ফোরামের বেশ কয়েকটি বৈঠকও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্ব নেতারা অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।