ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সলোমন দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
সলোমন দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা 

মালাঙ্গোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয়দের উচ্চ ভূমিতে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১টার পর, উপকূলের ১৫ কিলোমিটার গভীরতায় এবং ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

ভূমিকম্পের পর কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন।

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে অন্তত ১৬২ জনের প্রাণহানির পরই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের উপাত্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসআইএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।